Record Sell of Hero MotoCorp: জিএসটি ছাড়, হিরো মোটোকর্পের দুচাকার গাড়ি বিক্রি বেড়েছে লাফিয়ে

Published By: Imagine Desk | Published On:

উৎসবের মরসুমে কেনাকাটা বেড়েছে শোরুমে, দাবি সংস্থার

নিজস্ব প্রতিবেদনঃ হিরো মোটোকর্পের (Hero MotoCorp) মোটর বাইকের উৎসবের মরসুমে রেকর্ড বিক্রি। নবরাত্রি থেকে এই ঢেউয়ের সূচনা হয়েছিল। জিএসটি (GST) ছাড় মেলাতে আরও বেড়েছে চাহিদা। উল্লেখ্য, ৩৫০ সিসি পর্যন্ত বাইকে আগে ২৮ শতাংশ জিএসটি দিতে হতো। এখন তা দিতে হয় ১৮ শতাংশ। ১০০ সিসি ও ১২৫ সিসির গাড়িতে জিএসটির সুবিধা বেড়েছে। গতবছরও মোটোকর্পের পণ্যের জন্যে গ্রাহকদের খোঁজ বেড়েছিল।


সংস্থার প্রেস বিবৃতিতে হিরো মোটোকর্পের ইন্ডিয়া বিজনেস ইউনিটের চিফ Record Sell of Hero MotoCorp বিজনেস অফিসার আশুতোষ ভার্মা (Ashutosh Verma) জানিয়েছেন, এই উৎসবের মরশুমে সবচেয়ে আকর্ষণীয় প্রতিফলন হচ্ছে, ‘অন দ্য স্পট’ কেনাকাটা ভালো বৃদ্ধি পাওয়া। নবরাত্রির প্রথম দিনে হিরো মোটোকর্পের শোরুমে এসে দুচাকার যান কেনা গতবছরের চেয়ে দ্বিগুণ বেড়েছে। নতুন চালু হওয়া ১২টি ক্ষেত্রে লিডিং মডেলের রেঞ্জ স্কুটার ও বাইকে এই চাহিদা। খোঁজ বেড়েছে। অনলাইন অনুসন্ধান ৩ গুণ বেড়েছে।
জিএসটির বিশেষ সুবিধা (১০০ শতাংশ) ছাড়াও ‘হিরো গুড লাইফ ফেস্টিভ ক্যাম্পেনের (Hero Good Life Festive Campaign)’ মাধ্যমে প্রথমবার ক্রেতাদের জন্যে অতিরিক্ত সুবিধা দেওয়ার ঘোষণা করেছে। উৎসবকে আনন্দময় করে তুলতে এই উদ্যোগ। ক্যাম্পেনের ট্যাগ লাইন, ‘আয়া তোহার, হিরো পে সওয়ার’। এতে ক্যাশ ব্যাকের বিশেষ সুবিধা, সোনার কয়েনের বিশেষ সুবিধা রয়েছে। সম্প্রতি বাজারে এসেছে, ডেস্টিনি ১১০ (Destini 110), জুম ১৬০ (Xoom 160), গ্লামর ১২৫) (Glamor x 125), এইচএফ ডিলাক্স প্রোর (HF Diluxe Pro) মতো স্টাইলিশ অফার। পোর্টফোলিয়ো বাড়িয়েছে হিরো মোটোকর্প।

আরও পড়ুনঃ Bitchat ইন্টারনেট ছাড়াই চ্যাটিং! কী এই Bitchat? কীভাবে কাজ করবে?

হিরো মোটোকর্পের সদর দফতর নয়াদিল্লিতে। ভারত ২৪ বছর ধরে বিশ্বের বৃহত্তম মোটর সাইকেল ও স্কুটার প্রস্তুতকারক। এই সংস্থা এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা সহ ৪৮ টি দেশে বিস্তৃত। কোম্পানির আটটি উৎপাদন কেন্দ্র রয়েছে। ভারতে ৬টি ছাড়াও কলম্বিয়া ও বাংলাদেশে একটি করে রয়েছে। ভারত ও জার্মানিতে দুটি গবেষণা ও উন্নয়ন কেন্দ্র রয়েছে। হিরো মোটোকর্প ক্রীড়া ক্ষেত্রে বিশ্বে কর্পোরেট প্রচারক। গলফার টাইগার উডস এই কোম্পানির গ্লোবাল কর্পোরেট পার্টনার।

See also  Domkal News ডোমকলে আগ্নেয়াস্ত্র উদ্ধার! কংগ্রেস বনাম তৃণমূল তরজা তুঙ্গে