Ratha Yatra 2025 পিতলের রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা, রশিতে টান অসংখ্য পূণ্যার্থীর

Published By: Imagine Desk | Published On:

Ratha Yatra 2025 আজ রথযাত্রা। রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে শহর বহরমপুরের প্রাচীন সদর হাসপাতাল জগন্নাথদেবের মন্দির যা জগন্নাথ টেম্পল কমিটি নামেই পরিচিত। শুক্লপক্ষের পুণ্য তিথিতে টান পড়ল রথের রশিতে। রথের রশি ছুঁতে ভিড় জমান অসংখ্য পূণ্যার্থী। প্রতি বছরের মতো এবারেও সকালে মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।  পুরীর জগন্নাথ মন্দিরের নিয়ম মেনেই চলে পূজার্চনা। জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে সুসজ্জিত পিতলের রথে বসানো হয়।

Ratha Yatra 2025 এদিন ভোরে মঙ্গল আরতির পর সকাল থেকেই বিশেষ পূজার্চনা হয়। এরপর বহরমপুর শহর পরিক্রমা করে সদর হাসপাতাল সংলগ্ন জগন্নাথ দেবের মন্দিরের রথ। পিতলের তৈরি এই রথ ।  খাগড়া এলাকা পরিক্রমা করে ফের মন্দির চত্বরে এসে দাঁড়ায়। বহু মানুষ এই রথের রশিতে টান দিতে সামিল হন। প্রায় ৩০০ বছরের প্রাচীন বহরমপুরের এই রথ। এই রথ যাত্রা উৎসবে সামিল হন জেলার বিভিন্ন প্রান্তের মানুষ। জগন্নাথ মন্দিরের পুরোহিত স্বজল মুখার্জী জানান, পুরীর জগন্নাথ মন্দিরের নিয়ম মেনেই পূজার্চনা হয়। রথ শহর পরিক্রমা করে এসে মধ্যাহ্নে ভোগ, হরিনাম সংকীর্তন হয়। সারাদিন ধরে অনুষ্ঠান হয়।