এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Rath Yatra 2025 রথযাত্রা উৎসবের পর কী হয় রথের চাকার? বৈশিষ্ট কী?

Published on: July 5, 2025
Rath Yatra 2025

Rath Yatra 2025  গত ২৭ জুন, রথযাত্রা পালিত হয়। ৫ জুলাই, শনিবার মহা সমারোহে পালিত হল উল্টো রথযাত্রা। আট দিন মাসি গুণ্ডিচার বাড়ি কাটিয়ে আজ ঘরে ফিরলেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। ওড়িশাতে যা বাহুড়া যাত্রা নামেও পরিচিত। লোকারণ্য পুরী। পুরীতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার জন্য তিনটি আলাদা রথ বের করা হয়। জগন্নাথের রথের নাম ‘নন্দীঘোষ’। বলরামের রথের নাম ‘তালধ্বজ’ এবং সুভদ্রার রথের নাম ‘দর্পদলন’। এই তিনটি রথের উচ্চতা এবং চাকার সংখ্যাও আলাদা আলাদা। এখন প্রশ্ন হচ্ছে, রথ যাত্রা উৎসবের পর কী হবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার তিনটি রথের চাকাগুলি? কী বৈশিষ্ট্য তিন রথের?

Rath Yatra 2025 তিন রথের চাকার বৈশিষ্ট-

Rath Yatra 2025 জগন্নাথের রথ ‘নন্দীঘোষ’-এর ১৬ টি চাকা থাকে। বলরামের রথ ‘ তালধ্বজ ’-এ ১৪টি চাকা থাকে এবং সুভদ্রার রথ ‘দর্পদলন’-এ ১২টি চাকা থাকে। সব মিলিয়ে তিনটি রথে মোট ৪২টি চাকা। মজবুত কাঠ দিয়ে শক্তপোক্ত ভাবে এই সব চাকা তৈরি করা হয়।

Rath Yatra 2025 রথের পর কী হয় এই চাকার?

Rath Yatra 2025 প্রতি বছর রথযাত্রার পর জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথের চাকাগুলিকে নিলামে তোলা হয়। চাকার কাঠ টুকরো টুকরো করে কেটে তা নিলাম করা হয়। আপনিও চাইলে এই কাঠ নিজের ঘরে নিয়ে আসতে পারেন। রথের চাকার কাঠ ঘরে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পুরীর জগন্নাথ মন্দিরের অফিসিয়াল ওয়েবসাইটে এই বিষয়ে বিস্তারিত তথ্য উল্লেখ করা আছে। জগন্নাথের রথের চাকার কাঠের টুকরোর দাম নিলামে ৫০ হাজার টাকা পর্যন্ত ওঠে। চাকার কাঠ কিনতে হলে ভক্তকে আগে থেকে আবেদন করতে হবে। এই কাঠের যাতে কোনওমতেই অপব্যবহার না হয়, সেই বিষয়ে দৃষ্টি রাখেন মন্দির কর্তৃপক্ষ।

Rath Yatra 2025  রথের কাঠ দিয়ে কী হয়?

Rath Yatra 2025  রথের কাঠ জগন্নাথ মন্দিরে সারা বছর মহাপ্রসাদ তৈরির কাজে লাগানো হয়। অনেক সময় ভক্তদের প্রসাদ হিসেবেও কাঠের টুকরো দেওয়া হয়ে থাকে।

Rath Yatra 2025 একই সাথে পশ্চিমবঙ্গ জুড়েও উৎসবের আমেজ। দিঘা থেকে কলকাতা, শহর থেকে গ্রাম, জেলায় জেলায় উল্টো রথে অসংখ্য মানুষের সমাগম। মুর্শিদাবাদের বহরমপুর থেকে রঘুনাথগঞ্জ- রথ টানতে জনস্রোত দিকে দিকে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now