এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Ranitola Arrest রানিতলায় আবারও হেরোইন সহ গ্রেপ্তার দুই

Published on: August 20, 2024
Ranitola Arrest

Ranitola Arrest আবারও মুর্শিদাবাদে হেরোইন পাচারের ছক ভেস্তে দিল পুলিশ। রানিতলা থানার নাজিরপুর মোড়ে নাকা চেকিং এ উদ্ধার প্রায় ৪২৯ গ্রাম হেরোইন। পুলিশ সূত্রে জানা যায় গোপনে হেরোইন পাচারের খবর পেয়ে সোমবার রাতে রানিতলা থানার পুলিশ অভিযানে নামে। নাজিরপুর মোড়ে দুই ব্যক্তিকে দেখে সন্দেহ হওয়ায় তাদের তল্লাশি চালাতেই উদ্ধার হয় এই হেরোইন। গ্রেপ্তার করা হয় কামাল হোসেন ও নূর সেলিম শেখকে (Ranitola Arrest)। ধৃতরা লালগোলার লতিবেরপাড়া এলাকার বাসিন্দা।

এদিন অভিযানে ছিলেন ভগবানগোলা এসডিপিও উত্তম গড়াই, ভগবানগোলা সার্কেল ইন্সপেক্টর মানস দাস, রানিতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক খোরশেদ আলম সহ রানিতলা থানার পুলিশ কর্মীরা। পুলিশের দাবি এই হেরোইন বাংলাদেশে পাচারের ছক ছিল। মঙ্গলবার ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে লালবাগ মহকুমা আদালতে পাঠায় পুলিশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now