Ranitala News বর্ষবরণের সন্ধ্যায় বিপুল পরিমাণে গুলি ও দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার রানিতলায়। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে।

কিভাবে উদ্ধার এই আগ্নেয়াস্ত্র ও গুলি ?
Ranitala News পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সন্ধ্যায় অভিযানে রানিতলা থানার পুলিশ (Ranitala Police Station) । ভান্ডারা এলাকার একটি চাষের জমির মধ্যে থাকা পাম্প হাউসে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৭০ রাউন্ড গুলি ও দুটি আগ্নেয়াস্ত্র। ঘটনায় গ্রেপ্তার করা হয় পাম্প হাউসের মালিক মানারুল সরকারকে। ধৃত ব্যক্তি ঐ এলাকারই বাসিন্দা।
ধৃতকে আজ কোর্টে পেশ
Ranitala News কি কারনে বিপুল পরিমাণে গুলি ও আগ্নেয়াস্ত্র মজুত করা হয়েছিল তা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে সাত দিনের হেফাজতে চেয়ে কোর্টে পাঠায় পুলিশ।











