Ranitala News নিষেধ সত্ত্বেও বাল্যবিবাহ! শ্রীঘরে তিন

Published By: Imagine Desk | Published On:

Ranitala News নাবালিকা বিয়ে রোধে কড়া মুর্শিদাবাদ জেলা প্রশাসন। দিকে দিকে চলছে অভিযান, দেওয়া হচ্ছে সচেতনতার বার্তা। এরই মাঝে ফের নাবালিকা বিয়ের অভিযোগ। বাল্যবিবাহের অভিযোগে তিন জনকে গ্রেফতার করল রানিতলা থানার পুলিশ।  হাতেনাতে ধরা হয়েছে পাত্রকেও।

Ranitala News পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার সকালে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়ে অভিযান চলে। নাবালিকাকে বিয়ে করার অভিযোগে গ্রেফতার করা হয় তিনজনকে। নাবালিকাকে উদ্ধার করে হোমে পাঠানো হয়েছে। এদিনই ধৃতদের কোর্টে পাঠায় রানিতলা থানার পুলিশ।

আরও পড়ুন-

Stop Child Marriage ২৫ এই বন্ধ ৬০০ বিয়ে। কড়া FIR ও