Ranitala News গ্যাস ওভেনে রান্না করার সময় বিপত্তি। গ্যাস সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে ভস্মীভূত হয়ে গেল পরপর তিনটি বাড়ি। মঙ্গলবার দুপুরে রানিতলা থানার চাঁদপুরে বীভৎস অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুরের রান্নার সময় একটি বাড়িতে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পরে পাশের বাড়িতেও। দাউ দাউ করে জ্বলতে থাকে ঘরের আসবাবপত্র থেকে প্রয়োজনীয় সমস্ত কিছুই। জল ঢেলে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। মুহুর্তের মধ্যেই তিনটি বাড়ি পুড়ে যায়।
Ranitala News ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাথায় হাত। পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নীচে আশ্রয়। কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। আগুনে সব সম্বলটুকুই শেষ। মর্মান্তিক এই দুর্ঘটনায় খড়িবোনা গ্রাম পঞ্চায়েত সদস্য বিল্লাল হোসেন জানান, ভগবানগোলা ব্লকে দমকল কেন্দ্র নেই। দীর্ঘদিন ধরে এলাকায় দমকল কেন্দ্রের দাবি থাকলেও আজও তা পূরণ হয়নি। দমকল কেন্দ্র থাকলে আজকে হয়তো অগ্নিকান্ড থেকে এই পরিবারগুলি রক্ষা পেত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহায়তা করা হবে ।