Ranitala News প্রাণভয়ে বাংলাদেশ থেকে পালিয়ে অবৈধ ভাবে ভারতে ঢোকার পরই পুলিশের জালে। সোমবার গভীর রাতে মুর্শিদাবাদের রানিতলা থানার পুলিশ হরিরামপুর ঘাট সংলগ্ন এলাকা থেকে মহম্মদ নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে রানিতলা থানার পুলিশ ভারত- বাংলাদেশ সীমান্তবর্তী হরিরামপুর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালায় । সেখানেই সন্দেহজনক ভাবে ঘোরাঘুরির সময় ঐ ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করতেই ধৃত জানায় সে বাংলাদেশি আওয়ামী লীগ নেতা। তাঁর কাছে বৈধ কোন কাগজপত্র না থাকায় গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।
Ranitala News ধৃত মহম্মদ নজরুল ইসলাম বাংলাদেশের পাবনা জেলার সদর থানার অন্তর্গত কাছারিপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ সুত্রে আরও জানা গিয়েছে, ধৃত জানিয়েছেন বাংলাদেশে সেখ হাসিনা সরকারের পতনের পরই তাঁর উপর হামলা হয়। বাড়ি ঘর ভাঙচুর লুঠপাট করা হয়। প্রাণে বাঁচতে সে অবৈধ ভাবে ভারতে ঢুকেছে। সত্যি কি প্রাণে বাঁচতে ভারতে আশ্রয় নাকি এর পিছনে অন্য কোন কারন আছে তা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাছে পুলিশ। মঙ্গলবার ধৃতকে লালবাগ কোর্টে পাঠায় রানিতলা থানার পুলিশ।