Ranitala Case  শিশুকন্যাকে জলে ছুঁড়েছিল বাবা ! কী সাজা আদালতের ?

Published By: Imagine Desk | Published On:

Ranitala Case শিশুকন্যাকে পুকুরে ছুঁড়ে হত্যার অপরাধে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা শোনাল আদালত।   রানীতলা থানার Ranitala Police Station  জীবনপুর দাসপাড়া এলাকায় নিজের শিশু ৭ মাস ৭ দিনের শিশু কন্যাকে নৃশংস ভাবে হত্যা করেছিলেন ওই ব্যক্তি।  শনিবার এই মামলায়  সাজা শোনাল লালবাগ  কোর্ট Lalbagh Criminal Court । ২০১৯ সালের ২৫ নভেম্বর  রানীতলা থানার জীবনপুর দাসপাড়া এলাকায় আল মামুন হক তার নিজের ৭মাস ৭দিনের কন্য  সন্তানকে তার স্ত্রীর কোল থেকে নিয়ে একটি পুকুরে ছুঁড়ে  ফেলে দেন। মৃত্যু হয় শিশুর।  আল মামুন হকের বিরুদ্ধে রানীতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার স্ত্রী মহিমা বিবি। গ্রেপ্তার হন আল মামুন হক।

Ranitala Case  আরও পড়ুনঃ – Bangladeshi Arrested ভারতে এসে রাজমিস্ত্রির কাজ ! ৪১ জন বাংলাদেশী গ্রেফতার মুর্শিদাবাদে

Ranitala Case শনিবার লালবাগের অতিরুক্ত জেলা এবং দায়রা আদালতের বিচারপতি অভিযুক্ত আলমামুন হককে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেন। যদিও অভিযুক্ত নিজেকে মানসিক ভারসাম্যহীন দাবি করতে থাকেন। এই কোর্টের রায়ের পর হাইকোর্টে যাওয়ায় কথা জানিয়েছেন অভিযুক্তের আইনজীবী।