Raninagar উঠেছিল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৩৫ লক্ষ টাকা দিতে চাপ দেওয়ার অভিযোগ। সেই চাপেই চরম পথ বেঁছে নেন ওই শিক্ষক। এবার মুর্শিদাবাদের রানিনগরে শিক্ষকের আত্মহত্যার ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত তৃণমূল নেতা, রানিনগর ২ পঞ্চায়েত সমিতির সদস্য আইনাল হক। বিচারের দাবিতে সরব পড়ুয়া থেকে পরিবার।
Raninagar জলঙ্গীর তৃণমূল বিধায়ক আব্দুর রাজ্জাকের ঘনিষ্ট বলেই পরিচিত ওই তৃণমূল নেতা। আইনাল হকের বিরুদ্ধে রয়েছে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ। ভারতীয় ন্যায় সংহিতার ১০৮ ধারায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের হয়েছিল ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। মৃত শিক্ষকের স্ত্রী পলি সিংহ রায়ের অভিযোগের ভিত্তিতে তৃণমূল নেতা সহ ৪ ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৮, ৩৫১ , ৩৫২ ধারায় দায়ের হয় মামলা ।
Raninagar বুধবার রানিগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃত শিক্ষক উজ্বল সিংহ রায়ের স্ত্রী পলি সিংহ রায়। মঙ্গলবার সকালে বাবুলতলি খলিলুর রহমান বিদ্যা নিকেতন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্বল সিংহ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়ি থেকে। ওই শিক্ষকের স্ত্রীর অভিযোগ, স্কুল পরিচালন সমিতি ওই প্রধান শিক্ষকের কাছ থেকে ৩৫ লক্ষ টাকা চেয়ে চাপ দিয়েছিল। চোর অপবাদ দেওয়া হয়েছিল।
Raninagar এই অবস্থা থেকে বাঁচতে জলঙ্গীর তৃণমূল বিধায়ক আব্দুর রাজ্জাকের দারস্থও হয় শিক্ষকের পরিবার।
কিন্তু এতে বেড়ে গিয়েছিল টাকার দাবি। ৩৫ লক্ষের দাবি হয়ে গিয়েছিল ৫০ লক্ষ । এতেই মানসিক অবসাদে চলে যান শিক্ষক। পরিবারের দাবি, বাধ্য হয়ে আত্মঘাতী হন শিক্ষক। তবে এই ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত , তৃণমূল নেতা আইনাল হক।
বুধবার পুলিশে অভিযোগ করেন পলি সিংহরায়। বিকেলে ডোমকলের এসডিপিও শুভম বাজাজ SDPO Shubham Bajaj খোদ থানায় গিয়ে কথা বলেন ওই প্রধান শিক্ষকের স্ত্রীর সঙ্গে। তদন্তের স্বার্থে প্রায় ঘণ্টাখানেক তাঁর সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। তাঁকে তদন্তের সবরকম আশ্বাস দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই প্রধান শিক্ষকের মোবাইল ফোন জমা নিয়েছে পুলিশ। তদন্তে তা গুরুত্বপূর্ণ হতে পারে।