এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Raninagar রানিনগরে কিসের ষড়যন্ত্র ? হাসপাতালে ১, গ্রেফতার ৩

Published on: September 15, 2025
Raninagar

Raninagar বাঁধা হচ্ছিল বোমা। সেই বোমা ফেটেই ঘটল বিপত্তি। গুরুতর জখম হয়েছেন  ব্যক্তি। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিনগর থানার নজরানায় । রবিবার রাত ৮ টা ৫৫ নাগাদ ঘটনার খবর পৌঁছায় রানিনগর থানায় । জানা যায়, মুর্শিদাবাদের রানিনগর থানার নজরানায় বোমা বাঁধতে গিয়ে ঘটেছে বিস্ফোরণ।

ঘটনাস্থলে গিয়ে ১ জনকে উদ্ধার করা হয় । ওই  ব্যক্তির পায়ে গুরুতর আঘাত রয়েছে ।  গুরুতর আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।   ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে রানিনগর থানার পুলিশ।  ঘটনাস্থলে মোতায়েন পুলিশ। কেন বাঁধা হচ্ছিল বোমা ? কিসের ষড়যন্ত্র চলছিল ?  তদন্তে রানিনগর থানার পুলিশ। ধৃতদের ৭ দিনের পুলিশ হেফাজত চেয়ে আজ পেশ করা হবে লালবাগ আদালতে।

 

 

 

 

 

 

 

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now