Raninagar News বুধবার সাত সকালে মুর্শিদাবাদের রানীনগর এলাকায় বোমা উদ্ধারের ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়াল স্থানীয়দের মধ্যে।কালভার্টের নীচ থেকে উদ্ধার হয় ব্যাগ ভর্তি সকেট বোমা। পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে রানীনগরের ডেপুটিপাড়া এলাকায় রাস্তার পাশে কালভার্টের নীচে ব্যাগ ভর্তি বোমা র খোঁজ মেলে। গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ । বোমাগুলি নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। কে বা কারা কী কারনে কালভার্টের নীচে এই বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখছে রানীনগর থানার পুলিশ।
Raninagar News মঙ্গলবারই মুর্শিদাবাদের হরিহরপাড়ায় এক তৃণমূল কর্মীর বাড়িতে ভয়াবহ বোমা বিস্ফোরণ হয়। তীব্রতা এতটাই ছিল যে গোটা বাড়ি একাংশ, শৌচাগার ধ্বংসস্তূপে পরিণত হয়। রাতারাতি আবারও বোমা উদ্ধারের ঘটনা রানীনগরে। যা নিয়ে স্থানীয়রাও আতঙ্কিত।