Raninagar News প্ল্যান বানচাল! দোলের রাতে পুলিশের জালে একদল ডাকাত

Published By: Imagine Desk | Published On:

Raninagar News মুর্শিদাবাদের রাণীনগরে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। গভীর রাতে ডাকাতির ছক নিয়ে ঘোরাঘুরি করতে থাকা একদল ডাকাত এবার পুলিশের জালে। গোপন সূত্রে খবর পেয়ে  ডাকাতির ছক বানচাল করল পুলিশ। রাণীনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়। সেই মতো লক্ষ্মীনারায়নপুর মাঠ এলাকা থেকে ধারাল অস্ত্র সহ গ্রেফতার করা হয় ৬ জন দুষ্কৃতিকে।

Raninagar News পুলিশ সূত্রে জানা গিয়েছে, দোলের দিন গভীর রাতে দুষ্কৃতিরা ফাঁকা মাঠে জড়ো হয়।  সূত্র মারফৎ খবর পেতেই অভিযান চলে পুলিশের। গোপন সেই ডেরা থেকে হাতেনাতে ধরা হয় দুষ্কৃতিদের। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ধারাল অস্ত্র। ডাকাতির উদ্দ্যেশ্যেই এরা জোটবদ্ধ হয়েছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। রবিবার ধৃতদের ৭ দিনের পুলিশ হেফাজতে চেয়ে লালবাগ কোর্টে পাঠায় রাণীনগর থানার পুলিশ। ধৃত দুষ্কৃতিরা আগে কোন ঘটনার সাথে যুক্ত ছিল কিনা? র‍্যাকেটের জাল কতদূর বিস্তৃত? ধৃতদের হেফাজতে নিতে তদন্তে পুলিশ।