Raninagar News বুধবার ভর দুপুরে হাড়হিম করা ঘটনা মুর্শিদাবাদের রাণীনগরের মুন্সিপাড়া এলাকায়। কলা বাগানের মধ্যে থেকে উদ্ধার নবম শ্রেনীর ছাত্রের নলিকাটা দেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। জানা গিয়েছে, ঐ ছাত্রের বাবা কেরালায় পরিযায়ী শ্রমিকের কাজ করেন। পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে নটা নাগাদ বাড়ি থেকে কিছুটা দূরে গবাদি পশুর খাবার আনতে গিয়েছিল ছেলে। দুপুর হলেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। এরপরেই বাড়ি থেকে কিছুটা দূরে কলা বাগানের মধ্যে রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে।
Raninagar News খবর পেয়ে ঘটনাস্থলে যায় রানীনগর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কী কারনে এই পরিণতি হল ১৫ বছরের কিশোরের? এলাকাবাসীরাও কার্যত হতবাক। শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। নৃশংস ঘটনার নেপথ্যে কী? তদন্তে পুলিশ।