Raninagar News মুর্শিদাবাদের Murshidabad এর রানিনগরের মুন্সিপাড়ায় ঘটে যায় চাঞ্চল্যকর ঘটনা। কলা বাগানের ভেতরে বুধবার দুপুরে উদ্ধার হয় স্থানীয় এক কিশোরের রক্তাক্ত দেহ। এই ঘটনায় খুনের অভিযোগ দায়ের হয়। ঘটনার পরেই তদন্তে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় এক যুবককে। কী কারনে কিশোরকে খুন করা হল তা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে রানীনগর থানার পুলিশ। জানা গিয়েছে, বুধবার সকালে বাড়ি থেকে বেড়িয়েছিল নবম শ্রেনীর ছাত্র। দুপুর হলেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবার। এরপরেই উদ্ধার হয় নলিকাটা দেহ।
Raninagar News গ্রেপ্তার প্রতিবেশী এক যুবক
Raninagar News পুলিশ এই ঘটনার তদন্তে নেমে বুধবার রাতেই মৃতের প্রতিবেশী এক যুবককে গ্রেপ্তার করে। ধৃতের নাম আরিফ শেখ। কী কারনে নৃশংস ঘটনা ঘটানো হল? পুরনো কোন রাগ নাকি অন্য কোন রেষারেষি! নেপথ্যে কী? তদন্ত চলছে। ধৃতকে ১০ দিনের পুলিশ হেফাজতে চেয়ে বহরমপুরে আদালতে পাঠায় রানীনগর থানা । কিশোরের নৃশংস পরিণতিতে কার্যত শোকস্তব্ধ পরিবার।