এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Raninagar News রানিনগরে বাসের চাকায় প্রাণ গেল , ৩০ বছরের যুবকের

Published on: October 25, 2025
Raninagar News

Raninagar News রানিনগরে বাসের চাকায় প্রাণ গেল , ৩০ বছরের যুবকের। দায়ী বাস, বলছে পরিবার।

Raninagar News শনিবার সকালে মুর্শিদাবাদের রানিনগিরে  বেসরকারি বাসের চাকার পিষ্ট হয়ে প্রাণ গেল এক যুবকের। শনিবার সকালে বাড়ি থেকে বেড়িয়ে রাস্তায় ওঠার  সময় ঘটে দুর্ঘটনা। মৃতের নাম রেন্টু সেখ (৩০) ।

আরও পড়ুনঃ Raninagar রানিনগরে কিসের ষড়যন্ত্র ? হাসপাতালে ১, গ্রেফতার ৩

Raninagar News কীভাবে ঘটল এই ঘটনা ?

জানা গিয়েছে এদিন সকালে রানীনগরের কুপতলা এলাকার বাসিন্দা রেন্টু শেখ বাড়ি থেকে বেড়িয়ে রাস্তায় উঠছিলেন। তখনই চলে আসে বেসরকারি যাত্রী বোঝাই বাস। বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পরে ঐ যুবককে। বাসের চাকায় আটকে যায় সে। বাস চালক কিছু বুঝে ওঠার আগেই বেশ কিছুটা দূরে টেনে হিঁচড়ে নিয়ে যায় ঐ যুবককে। বাস চালক বাস থামালে উদ্ধার করা হয় রেন্টু সেখ।

শোকার্ত পরিবারের সদস্যরা

Raninagar News পথেই সব শেষ

তাঁকে উদ্ধার করে গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে Murshidabad Medical College Hospital  রেফার করে। বহরমপুর নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ঐ যুবকের। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।

মৃতের মা জুবেদা বিবি জানিয়েছেন, ছেলে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। তখনই বাস ধাক্কা মারে। টেনে ছেঁচরে অনেকটা নিয়ে যায়। বহরমপুরে নিয়ে যাওয়ার পথে মারা গিয়েছে ছেলে ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now