এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Raninagar News পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ কেন?

Published on: December 2, 2025
Raninagar News

Raninagar News পঞ্চায়েত অফিসের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ। বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। মঙ্গলবার এই বিক্ষোভের জেরে চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের রানীনগরের  কালীনগর-১ গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ,  দীর্ঘদিন ধরে জব কার্ডে নাম থাকলেও অজ্ঞ্যাত কারণে সেই নাম কেটে দেওয়া হয়েছে।  এক জনের জব কার্ডের টাকা অন্যজনের অ্যাকাউন্টেও ঢুকছে বলে অভিযোগ।  একাধিক অভিযোগে  তৃনমূল পরিচালিত পঞ্চায়েতকেই কাঠগড়ায় তুলে বিক্ষোভ চলে দীর্ঘক্ষণ। অভিযোগ, প্রায় দু হাজার মানুষের নাম জব কার্ডের তালিকা  থেকে বাদ দেওয়া হয়েছে।  এদিন শতাধিক বিক্ষোভকারী জড় হন পঞ্চায়েতের সামনে।  অভিযোগ, KYC -র জন্য নথিপত্র জমা দিতে এসেই জানতে পারেন জব কার্ডে নাম বাদ।

Raninagar News  জব কার্ডে নাম বাদ কেন? বিক্ষোভ পঞ্চায়েতে

আরও পড়ুন- Sagarpara News চা খেতে যাওয়ার পথে একি হল বৃদ্ধের ?

পঞ্চায়েতে বিক্ষোভ

 

Raninagar News পঞ্চায়েতে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যায় রানীনগর থানার পুলিশ। বিক্ষোভকারীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়।  নাম বাদ যাওয়ার ঘটনায় পঞ্চায়েত প্রধানের দিকেই অভিযোগের আঙুল বিরোধীদের। জব কার্ডে না বাদ যাওয়া স্থানীয় এক বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ১০০ দিনের কাজ নেই। জব কার্ডের নামেও দুর্নীতি হচ্ছে। প্রায় দু হাজার জনের নাম বাদ গেছে। যাদের জব কার্ড আছে তাদের নাম যাতে পুনরায় তোলা হয় সেই দাবিতেই এদিন বিক্ষোভ দেখানো হয়।

Raninagar News কী অভিযোগ কংগ্রেসের?

রানীনগর-২ ব্লক কংগ্রেসের সভানেত্রী মমতাজ বেগম হীরা বলেন, ১০০ দিনের কাজ প্রায় পাঁচ বছর ধরে বন্ধ আছে। মানুষ কাজ পায়নি, উপরন্তু জব কার্ডে যে ঘর হচ্ছে সেই সুবিধা পাচ্ছে সরকারের পক্ষের লোক। বিরোধীদের নাম বাদ দেওয়া হচ্ছে। প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হল। যদি পুনরায় নাম না তোলা হয় পরবর্তীতে এর থেকে বৃহত্তর আন্দোলন হবে।

বিক্ষোভ তুলতে আসে পুলিশ

 

Raninagar News  অভিযোগ মানতে নারাজ পঞ্চায়েত প্রধান

Raninagar News  যদিও সমস্ত  অভিযোগ উড়িয়েছেন  কালীনগর-১  গ্রাম পঞ্চায়েত প্রধান গোলাপী মন্ডল। তিনি বলেন,  কারও ক্ষমতা আছে কেউ কারও জব কার্ড কেটে দেবে! মানুষকে স্রেফ বিভ্রান্ত করা হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now