Raninagar News আঙুলের ছাপে কারসাজি! জাল আধার চক্রের পর্দাফাঁস মুর্শিদাবাদে

Published By: Imagine Desk | Published On:

Raninagar News জাল আধার কার্ড চক্রের তিন পাণ্ডাকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদেরানীনগর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে রাণীনগর থানার পুলিশ কদমতলায় একটা বাড়িতে অভিযান চালায়। সেই বাড়ি থেকেই তিনজন দুষ্কৃতিকে আটক করা হয়। ধৃতদের কাছে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে একটি ল্যাপটপ, দুটি প্রিন্টার, তিনটে মোবাইল, রেটিনা স্ক্যানার, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ বেশ কয়েকটি নকল আঁধার কার্ড বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের নাম আবু সুফিয়ান, রাফিকুল ইসলাম, মহম্মদ জামালউদ্দিন সেখ। তিনজনেই রানীনগরের রাজাপুরের বাসিন্দা। ধৃতদের পাঁচ দিনের পুলিশ হেফাজতে চেয়ে লালবাগ মহকুমা আদালতে তোলা হয়। ডোমকল এসডিপিও শুভম বাজাজ জানান, গোটা ঘটনার তদন্ত চলছে। কাদের আধার কার্ড বানিয়েছিল তদন্ত করে দেখা হবে। জাল আধার হলে বাতিল করা হবে।

Raninagar News  পাশাপাশি বুধবার রানীনগর থানার অন্তর্গত শেখপাড়া বাজার সংলগ্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃত যুবকের নাম শাহ আলম। রানীনগরের রাজাপুরের বাসিন্দা। তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে একটি অত্যাধুনিক সেভেন এমএম পিস্তল একটি ম্যাগাজিন ও দু রাউন্ড গুলি। ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতে চেয়ে লালবাগ মহকুমা আদালতে তোলে রানীনগর থানার পুলিশ।

Raninagar News মুর্শিদাবাদে বসে তৈরি হচ্ছিল জাল আধার কার্ড! ভারত- বাংলাদেশ সীমান্তের গ্রামে কবে থেকে সক্রিয় এই জাল চক্র? জাল আধার কার্ড চক্রের তিন পাণ্ডা গ্রেপ্তার হতেই উঠছে প্রশ্ন। কতদূর বিস্তৃত জাল চক্রের কারবার? তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ।