Raninagar News কী ইস্যুতে রাস্তা অবরোধ, বিক্ষোভ DYFI, ক্ষেত মজুর ইউনিয়নের?

Published By: Imagine Desk | Published On:

Raninagar News জনবহুল এলাকায় হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ চলল দীর্ঘক্ষণ। সারের কালোবাজারির অভিযোগে এবার পথে নেমে প্রতিবাদ মুর্শিদাবাদেরানীনগর ২ নম্বর ব্লকে। বুধবার বিকেলে শেখপাড়া বাজার এলাকায় চৌরাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল DYFI ও ক্ষেত মজুর ইউনিয়ন রানীনগর ব্লক কমিটি যৌথ ভাবে। প্রায় আধঘন্টা অবরোধ চলে। রাস্তায় বসে প্রতিবাদ,বিক্ষোভে সামিল সংগঠনের নেতা, কর্মীরা।

Raninagar News ডিওয়াইএফআই জেলা সেক্রেটারিয়েট কমিটির সদস্য শামীম আখতার জানান, সারা ব্লকে এবং জেলায় , সারা রাজ্যে যেভাবে সারের কালোবাজারি হচ্ছে DYFI এবং ক্ষেত মজুর ইউনিয়ন যৌথভাবে  এই বিষয়ে অফিশিয়ালি এডিও, বিডিও, জেলায় জানানো হয়েছে । যখন ১৩৫০ টাকা ডিওপি ১৯৫০ টাকায় কিনতে হচ্ছে সেইজন্য আজকে ক্ষেত মজুর ইউনিয়ন ও ডিওয়াইএফআই  যৌথ ভাবো আন্দোলন করে রাস্তা অবরোধ হয়েছে। যাতে প্রান্তিক কৃষকরা সার সঠিক দামে কিনতে পারেন।  অবরোধ তুলতে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।