Raninagar News কোক ওভেন থানার পুলিশের হানা মুর্শিদাবাদে! কেন?

Published By: Imagine Desk | Published On:

Raninagar News মুর্শিদাবাদের রানীনগরের এই এলাকায় হানা পূর্ব বর্ধমানের কোক ওভেন থানার পুলিশের। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে চোরাই টিএমটি রড। শনিবার দুপুরে রানীনগর থানার অন্তর্গত সেখপাড়া বাজার এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে এগারো টন চোরাই রড উদ্ধার করেন তদন্তকারীরা।‌ অভিযোগ, মাস খানেক আগে পূর্ব বর্ধমানের স্টিল ফ্যাক্টরি থেকে বেশ কয়েক টন টিএমটি রড হারিয়ে যায়। তারপর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। ঘটনার তদন্তে নেমে পূর্ব বর্ধমানের একজনকে গ্রেফতার করা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করেই শেখপাড়ার একজনের নাম উঠে আসে।

Raninagar News  পুলিশ সূত্রে জানা গিয়েছে,পূর্ব বর্ধমান থেকে শেখপাড়া বাজার এলাকায় বাবু সেখ নামের এক ব্যক্তির গুদামে চোরাই রডগুলো লরিতে করে এনে মজুত রাখা হয়েছিল। বাবু শেখ নামে অভিযুক্ত ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। আর কোথায় কোথায় চোরাই রড লুকিয়ে বিক্রি করা হচ্ছে তার তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই।