Raninagar News রানিনগরে অবশেষে ভেসে উঠল যুবকের দেহ

Published By: Imagine Desk | Published On:

Raninagar News রানিনগরে নৌকাডুবির পর চলছিল খোঁজ। অবশেষে বুধবার ভেসে উঠল যুবকের দেহ। মঙ্গলবার সকালে  মুর্শিদাবাদের Murshidabad রানিনগরে Raninagar নৌকাডুবির ঘটনা ঘটে । ঘটনায় নিখোঁজ ছিলেন  ১ যুবক ।  নৌকোতে প্রায় ৩০-৩৫ জন কৃষক ছিলেন বলে জানা গিয়েছে। তাঁরা চরের জমিতে কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। অতিরিক্ত যাত্রী থাকার জন্য এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান। ঘটনাস্থলে পৌঁছায় রানিনগর থানার পুলিশ। সুজন সেখ নামের ওই  যুবক নিখোঁজ ছিলেন । তাঁর খোঁজ করা হয় সারাদিন  স্থানীয় বাসিন্দারা। মাছ ধরার জাল দিয়ে খোঁজ চলে।আনা হয় ডুবুরি ।

বুধবার সকালে  স্থানীয়রা মৃতদেহ ভাসতে দেখে। তারপর ডুবুরি মৃতদেহ উদ্ধার করে। মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে  পড়েছেন পরিবারের সদস্যরা। ময়নাতদন্তের জন্য মরদেহ নিয়ে যাওয়া হয়।  উদ্দেশ্যে গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

See also  মুর্শিদাবাদের স্কুলেই পড়বে দোস্তজীর তিন খুদে