Raninagar News সন্দেহজনক গতিবিধি, পুলিশের জালে এক বাংলাদেশি

Published By: Imagine Desk | Published On:

Raninagar News  মুর্শিদাবাদে ধারাবাহিকভাবে চলছে অভিযান। জেলার নানান প্রান্তে, সীমান্তবর্তি এলাকায় চলছে অভিযান।  গ্রেপ্তার একের পর এক বাংলাদেশি। ফের এক বাংলাদেশি পুলিশের জালে।   রানিনগরের রামনগর নতুন পাড়া এলাকায়  বৃহস্পতিবার গভীর রাতে ঘোরাঘুরির সময় পুলিশের র‍্যাডারে  আসে এক সন্দেহভাজন।  পুলিশ সুত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে রানিনগরের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরির সময় আটক করা হয় মহম্মদ উজ্জ্বল নামে ঐ ব্যক্তিকে। পুলিশের জিজ্ঞাসাবাদে  কোন বৈধ কাগজপত্র দেখাতে পারে নি সে। এরপরেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তি বাংলাদেশের কুষ্টিয়া জেলার বাসিন্দা বলে জানা গেছে। কী কারনে সে এদেশে এসেছিল তা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ধৃতকে চার দিনের পুলিশ হেফাজতে চেয়ে  লালবাগ মহকুমা আদালতে তোলে রানীনগর থানার পুলিশ।

 

See also  Beldanga Municipality  বেলডাঙায় দোকানে তালা ঝোলাল পৌরসভা