Raninagar News মুর্শিদাবাদের রানিনগরে সীমান্ত এলাকা থেকে বিএসএফের হাতে গ্রেপ্তার দুই বাংলাদেশি। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর ফেনসিডিল। বিএসএফ সুত্রে খবর, বুধবার রাতে রানিনগরের ভারত- বাংলাদেশ সীমান্তের হারুরডাঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় দুজনকে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাদের ধাওয়া করে ধরে ফেলে বিএসএফ। দুজনের কাছ থেকে উদ্ধার হয় ৮ বোতল ফেনসিডিল। ধৃত গুলাব শেখ ও জিভান শেখ বাংলাদেশের রাজশাহী জেলার দামকুড়া থানা এলাকার বাসিন্দা বলে সুত্রের খবর। ধৃতদের রানিনগর থানার হাতে তুলে দেয় বিএসএফ। বৃহস্পতিবার দুজনকেই ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ কোর্টে পাঠায় রানিনগর থানা। কী কারনে সীমান্ত এলাকায় ফেনসিডিল নিয়ে ঘুরছিল দুই বাংলাদেশি তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
Raninagar News মুর্শিদাবাদে ভারত- বাংলাদেশ সীমান্তে পাকড়াও দুই বাংলাদেশি
By Imagine Desk
Published on: April 17, 2025













