Raninagar News মুর্শিদাবাদের রাণীনগরে পুলিশের জালে তিন বাংলাদেশি যুবক। বাংলাদেশিদের আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক ভারতীয়কেও। পুলিশ সুত্রে জানা গিয়েছে, গোপনে খবর পেয়েই রবিবার রাতে রাণীনগরের পুরাতন ডিগ্রী এলাকায় চারজনকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরির সময় আটক করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তারা জানায় তাদের মধ্যে তিনজন বাংলাদেশি। ধৃতদের কাছে কোন বৈধ কাগজপত্র না থাকায় গ্রেপ্তার করা হয় তিন বাংলাদেশিকে। ধৃত তারিকুল ইসলাম, আব্দুর রহমান ও মহম্মদ সাহেব আলী বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা। বাংলাদেশীদের এদেশে সহায়তা করার অভিযোগে গ্রেপ্তার করা হয় এলাকারই বাসিন্দা সাদ্দাম হোসেনকে। ধৃতরা কীভাবে, কী কারনে এদেশে ঢুকেছিল তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। সোমবার চারজনকেই ৭ দিনের পুলিশ হেফাজতে চেয়ে লালবাগ কোর্টে পাঠায় রানীনগর থানার পুলিশ।
Raninagar News বৈধ কাগজ ছাড়াই এদেশে! পুলিশের জালে তিন বাংলাদেশি
Published By: Imagine Desk |
Published On:
