Raninagar News ফের অভিযান, এবার সোজা বেডরুমে হানা! কী ঘটল রানীনগরে?

Published By: Imagine Desk | Published On:

Raninagar News  গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পুলিশের। অভিযানেই হল রহস্যের পর্দাফাঁস। মুর্শিদাবাদেরানীনগরের বুধুরপাড়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হল এক যুবককে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে বুধুরপাড়া এলাকায় মিল্টন সেখ নামে এক যুবকের বাড়িতে অভিযান চালানো হয়।

Raninagar News ঐ যুবকের ঘর থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি। হাতেনাতে গ্রেপ্তার করা হয় মিল্টন সেখকে। কী কারনে বাড়িতে আগ্নেয়াস্ত্র রেখেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। সোমবার ধৃতকে ৭ দিনের হেফাজতে চেয়ে লালবাগ কোর্টে পাঠায় রানীনগর থানার পুলিশ।