Raninagar News নাবালিকা বিয়ের অপরাধে চরম শাস্তি, শ্রীঘরে পাঁচ

Published By: Imagine Desk | Published On:

Raninagar News  কোনভাবেই নাবালিকা বিয়ে নয়! মুর্শিদাবাদ জেলাকে যখন বাল্যবিবাহ মুক্ত করার অঙ্গীকার জেলা প্রশাসনের। তখনও চূড়ান্ত অসচেতনতার ঘটনা প্রকাশ্যে। ফের এক বাল্যবিবাহের অভিযোগ এই জেলায়।  শনিবার বহরমপুরের এক সংস্থার সদস্যা লিখিত অভিযোগ দায়ের করেন রানীনগর থানায়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ, চর রাজাপুর গ্রামে সুমন মণ্ডল নামে এক যুবকের সাথে জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল এক নাবালিকার। রানীনগরের চর রাজাপুরের বাসিন্দা সুভাষ চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়।

Raninagar News  অভিযোগ পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ।  সুমন মণ্ডল ও আরও চার জনের নামে অভিযোগ হয়। রাণীনগর থানায় ৪৬০/২০২৫ ,ধারা ৯/১০/১১ বাল্যবিবাহ নিষিদ্ধকরণ আইন ২০০৬ এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী মেয়েটিকে তার নিরাপদ যত্ন এবং হেফাজতের জন্য সিডব্লিউসিতে পাঠানো হয়েছে। শনিবার ধৃত ০৫ (পাঁচ) জন অভিযুক্তকে এলডি এসিজেএম লালবাগ আদালতে তোলা হয়।