এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Raninagar News: ১০ বছরের কিশোরের দেহ ঝুলছে ঘরে, ছেড়ে চলে গিয়েছিল মা

Published on: August 7, 2022

মামুন আব্দুল কায়েমঃ ডোমকলঃ পরিবারে অশান্তি। মাস দেড়েক আগে ছেড়ে চলে গিয়েছিল মা। দুপুরে খাওয়াদাওয়ার পরে কাজে বেড়িয়েছিল বাবাও। বিকেলে খেলতে গিয়েছিল ভাই। বিকেলে ফিরে দেখে, ঘরে ঝুলছে দশ বছর বয়সী দাদার দেহ। রানীনগর থানার কালীনগর গ্রামে এই ঘটনায় হতবাক গ্রামবাসীরাও। রানিনগর থানার কালীনগর এলাকায় বাসিন্দা জিয়ারুল হক ঝালমুড়ির ব্যবসা করেন । তাই দুই ছেলে একজনের বয়স ১০ বছর অন্যজনের বয়স ৮ বছর । মাস দেড়েক আগে বাড়ি ছেড়ে চলে যান স্ত্রী। বাড়িতে বাবার সাথেই থাকত দুই ভাই । সারাদিন ফেরি করে দুই ছেলেকে নিয়ে সংসার চালাতেন তিনি। জিয়ারুল হক জানান, শনিবার দুপুরে বাড়িতে খাওয়া দাওয়া করেন তিনি। তখনই সাথে যাওয়ার বায়না ধরে বড় ছেলে।
বাচ্চারা ছোট হওয়ায় তাদের সাথে নিয়ে যেতে চাননি। বাবা চলে যাওয়ার পর দুই ভাই বাড়িতেও কান্নাকাটি করে বলে দাবি । বিকেলে ছোটভাই বাইরে খেলতে যায়। কিছুক্ষন পর সে বাড়ি ফিরে এসে দেখে ঘরেই ঝুলছে দাদার দেহ । প্রতিবেশীদের খবর দেয় ছোটভাই। প্রতিবেশীরা ছুটে এসে তড়িঘড়ি কিশোরকে উদ্ধার করে গোধানপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ১০ বছরের কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধারের পর ওই কিশোরের মাকে ফিরিয়ে আনতে গেলেও তিনি আসেনি বলে দাবি পরিবারের। মা বাড়িতে না থাকায় আত্মঘাতী হয়েছে ওই কিশোর বলে দাবি পরিবারের।এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।
mental health helpline

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now