Raninagar News: রাণীনগরে ২ ব্লকে LSD আক্রান্ত গোরুর ৫ কিলোমিটার এলাকাজুড়ে ভ্যাকসিন শুরু হচ্ছে

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ এবার লাম্পি স্কিন ডিজিজে (এলএসডি) গোরুকে ব্যাপকহারে ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ। যেখানে গোরুর ছোঁয়াচে ওই এলএসডি রোগ হয়েছে, তার চারপাশে 5 কিলোমিটার এলাকাজুড়ে ভ্যাকসিন করা হবে। কিছুদিনের মধ্যেই এটা শুরু হতে চলেছে রানীনগর 2 ব্লকে। মুর্শিদাবাদ জেলা প্রাণী সম্পদ বিকাশ অফিস সূত্রে সোমবার এই খবর জানা গিয়েছে। এদিন জানা গিয়েছে , রানীনগর 2 ব্লকে বেশ কিছু জায়গা থেকে এলএসডি হওয়ার খবর মেলে। তারপর সেখানে অফিশিয়াল পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়। তাতেই ধরা পড়ে ওই রোগ। এটা খুব ছোঁয়াচে রোগ। সেজন্য পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে ভ্যাকসিন করা হবে বলে জানা গিয়েছে। তবে এই বিষয়ে জানার জন্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মুর্শিদাবাদ জেলার সহ অধিকর্তার বক্তব্য এদিন জানা যায়নি।

এদিকে, ভরতপুর এক নম্বর ব্লকে ক্রমশ ছড়িয়ে পড়ছে এলএসডি রোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন নতুন করে তালগ্রাম অঞ্চলে এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে এই বিষয়ে ব্লক প্রাণী সম্পদ বিকাশ আধিকারিক সনত সরকার এদিন বলেন, এলএসডি রোগের ব্যাপারে প্রাণী বন্ধুদের ওয়াকিবহাল করে দেওয়া হয়েছে । আমাদের এখনই ভ্যাকসিনের কোনো কর্মসূচি নেই। কারণ, অফিশিয়াল প্রক্রিয়ায় এখানে এখনো পর্যন্ত এলএসডি ধরা পড়েনি।