Raninagar: লোকসভা ভোটের পর ফের অশান্তি মুর্শিদাবাদে। পুলিশকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার রানিনগর থানার মালিবাড়ি-১ অঞ্চলের মরিচা নিচুপাড়া এলাকায় গ্রাম পঞ্চায়েতের প্রধান ও প্রধানের ভাইয়ের নেতৃত্বে হয় পুলিশের উপর হামলা হয় বলে অভিযোগ । আহত হয়েছেন ১ জন এএসআই, ১ কনস্টেবল ও ১ সিভিক ভলান্টিয়ার।
এদিন সকালে তৃণমূল কংগ্রেসের করা অভিযোগের ভিত্তিতে গ্রামে যায় পুলিশ। সেই সময় পুলিশ কর্মীদের সঙ্গে স্থানীয় তৃণমূল কর্মীদের বচসা হয় । সেই সময় পুলিশ কর্মীরা আক্রান্ত হয় বলে অভিযোগ ।
এরপর আহত পুলিশ কর্মীদের উদ্ধার করতেব গ্রামে যায় পুলিশের বাহিনী। সেই সময় পুলিশের সাথে ধস্তাধস্তি হয় স্থানীয় তৃণমূল কর্মীদের। পুলিশের উপর হামলায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস কর্মীকে পুলিশ আটক করতে গেলে তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তৃণমূল কর্মীরা। যদিও তৃণমূলের অভিযোগ, তৃণমূল কর্মীদের বাড়িতেই ভাঙচুর চালিয়েছে পুলিশ। এদিন মালিবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহাঙ্গির আলম দাবি করেছেন, পুলিশ সিপিআই(এম) কংগ্রেসের দালালি করছে।