মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ মুর্শিদাবাদের রানিনগরে মদ কেনার টাকা না পেয়ে আত্মঘাতী হলেন এক যুবক । মৃত যুবকের নাম অষ্টম দাস। বাড়রি বাইরে কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় রাতে। পরিবার সূত্রে জানা যায়, আগেই স্ত্রীর সাথে হয়েছে বিবাহ বিচ্ছেদ । দুই সন্তানকেও কাছে পেতেন না ওই যুবক । দীর্ঘদিন ধরে মদের নেশায় আসক্ত ছিলেন রানীনগরের নবিপুর এলাকার বাসিন্দা অষ্টম দাস । বুধবার রাতে, বাবার কাছে মদ কেনার টাকা চান। দেন নি বাবা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ১২ বছর আগে বিয়ে হয় অষ্টমের। সব ঠিক ঠাক থাকলেও পরে ধীরে ধীরে মদের আসক্তি বাড়ে। প্রতিদিনই মদ খেয়ে নেশায় বুঁদ হয়ে থাকতেন। সহ্য করতে না পেরে ৬ বছর আগে দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে বাবার বাড়ি চলে যান অষ্টমের স্ত্রী। বাড়িতে বাবা, মায়ের কথা না শুনেই চলতে থাকে অষ্টমের মদ্যপান। ধীরে ধীরে হারাতে থাকেন মানসিক ভারসাম্যও। বাড়ে মানসিক অবসাদ। বুধবার পাশের এক গ্রামে গান শুনতে গিয়েছিলেন তিনি । তারপর সেখানেও মদ্যপান করেন বলে অনুমান পরিবারের । বাড়ি ফিরেই গভীর রাতে বাড়ির পাশেই কাঁঠাল গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলেই দাবি পরিবারের । পরিবারের লোকজন বুঝতে পেরেই সেখান থেকে উদ্ধার করে গোধনপাড়া গ্রামীন হাসপাতালে নিয়ে যান। মৃতের দিদি মৌসুমী দাস, জানান পরিবারের লোকেরা যখন দেখেন তখনও প্রাণ ছিল দেহে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষনা করেন। খবর পেয়ে হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ।

Raninagar News: ১০০ টাকা দেয় নি বাবা, কী ঘটিয়ে ফেলল ছেলে ! তখনও ছিল প্রাণ
Published on: July 21, 2022















