নিজস্ব সংবাদদাতা, রানিনগরঃ শব্দবাজির দাপট কমলেও চলছে কারবার। প্রমাণ মিলল মুর্শিদাবাদের রানিনগরে। শনিবার রানিনগর থানার চোর দুর্গাপুর গ্রামে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে পাঁচ কেজি চকলেট বোমা বাজেয়াপ্ত করল পুলিশ। চকলেট বোমার সংখ্যা প্রায় ১৩০০। গ্রেফতার করা হয়েছে নির্মল মণ্ডল নামের বছর ৩৫’এর এক ব্যক্তিকে। ধৃতের নামে দায়ের হয়েছে এফআইআর। স্থানীয় সূত্রে খবর, দীপাবলিতে বিক্রির জন্য শব্দবাজি মজুত করেছিলেন এক ব্যক্তি।
বাড়িতেই ছিল সাড়ে পাঁচ কেজি শব্দবাজি ! গ্রেফতার ১
Published on: November 12, 2023














