Raninagar incident গভীর রাতে এলাকায় এক যুবকের সন্দেহজনক গতিবিধি! পুলিশের ট্র্যাকে আসতেই সামনে এল আসল ঘটনা। পুলিশ পেট্রোলিং এর সময় সন্দেহভাজনকে হাতেনাতে ধরল পুলিশ। এরপরেই হল রহস্যের উদ্ঘাটন। রবিবার মধ্যরাতে মুর্শিদাবাদের রানীনগরে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হল। পুলিশের জালে দুষ্কৃতি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রানিনগরের বুধুরপাড়া এলাকায় সন্দেহজনক অবস্থায় ঐ যুবককে দেখতে পাওয়া যায়। পুলিশ তাঁকে আটক করে তল্লাশি চালাতেই তাঁর কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও গুলি। ধৃতের নাম জুল সেখ, ঐ এলাকারই বাসিন্দা সে। কী কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল সে? কী মতলব ছিল? ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ। সোমবার ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে কোর্টে পাঠায় পুলিশ।
Raninagar incident যুবকের সন্দেহজনক গতিবিধি! মতলব জানতে হাতেনাতে ধরল পুলিশ
Published By: Imagine Desk |
Published On: