Raninagar incident সীমান্তে সন্দেহজনক গতিবিধি! রানীনগরে গ্রেপ্তার বাংলাদেশী

Published By: Imagine Desk | Published On:

Raninagar incident রানীনগরে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার এক বাংলাদেশী সহ আরও দুই যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে রানীনগর থানার পুলিশ অভিযান চালায়। কারগিল ঘাট সংলগ্ন এলাকায় তিনজনকে দেখে সন্দেহ হয় পুলিশের। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। গ্রেপ্তার করা হয় তিনজনকে। পুলিশ সূত্রে খবর ধৃত সাইদুল শেখ বাংলাদেশের বাসিন্দা। ফিজুল সেখ রানীনগর এবং আমিরুল সেখ মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা। আমিরুল সেখ ও ফিজুল সেখ বাংলাদেশী যুবক সাইদুল শেখকে অবৈধ ভাবেই ভারতে ঢুকতে সাহায্য করে এবং তাঁকে এখানে আশ্রয় দিতে সাহায্য করে বলে পুলিশ সূত্রে খবর। শনিবার ধৃতদের লালবাগ কোর্টে তোলা হয়।