Raninagar Incident হাত বদলের আগেই গ্রেপ্তার! রানীনগরে পুলিশের জালে অস্ত্র কারবারি

Published By: Imagine Desk | Published On:

Raninagar Incident মুর্শিদাবাদের রানীনগরের সীমান্ত এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ পুলিশের জালে এক সন্দেহভাজন যুবক। গভীর রাতে বাইক নিয়ে যাওয়ার সময় যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে রানীনগরের বামনাবাদ পূর্ব বীজপাড়া এলাকায় একটি মোটর বাইক আটক করা হয়। বাইক চালক ঐ যুবককের কাছে তল্লাশি চালাতেই উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র, দু-রাউন্ড কার্তুজ ও ধারাল অস্ত্র। ধৃত মাইনুল ইসলাম এলাকারই বাসিন্দা।

Raninagar Incident পুলিশের অনুমান অস্ত্র কারবারের সাথে যুক্ত থাকতে পারে ধৃত যুবক। রবিবার ধৃতকে ৭ দিনের পুলিশ হেফাজতে চেয়ে লালবাগ কোর্টে পাঠায় রানীনগর থানার পুলিশ। আগ্নেয়াস্ত্র কোথা থেকে এনেছিল মাইনুল? হাত বদলের ছক ছিল? কতদিন ধরে আগ্নেয়াস্ত্রের কারবারের সাথে যুক্ত? ধৃতকে জিজ্ঞসাবাদ করে একাধিক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ।