Raninagar incident আম বাগানের মধ্যে ঝোপের আড়ালে লুকনো একটি ড্রাম। নীল- সাদা রঙের সেই ড্রাম নজরে আসে স্থানীয়দের। খবর ছড়িয়ে পরতেই ভিড় জমে এলাকাবাসীদের। সন্দেহজনক ড্রাম কেন রাখা? কেই বা রাখল- দানা বাঁধতে থাকে রহস্যের। রানীনগর থানার বাবুলতলী এলাকায় ড্রাম উদ্ধারের ঘটনায় খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে ড্রাম উদ্ধার করে। ড্রামে বোমা আছে এই সন্দেহে নিরাপদ জায়গায় রাখা হয় ড্রাম টিকে। স্থানীয় এক বাসিন্দা গোলাম সারওয়ার জানান, ঝোপের আড়ালে ড্রাম ভর্তি বোমার ঘটনায় চক্ষু চড়ক গাছ আমাদের। বাগানের ভেতর অনেকসময় খেলা করে ছোটরা। যে কোন সময়ে বিপদ ঘটে যেতে পারে। এই ঘটনায় আতঙ্কিত। উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। কে বা কারা কি কারণে বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
Raninagar incident আম বাগানের মধ্যে রহস্যজনক ড্রাম! উদ্ধার হতেই আতঙ্ক ছড়াল রানিনগরে
Published By: Imagine Desk |
Published On: