শুক্রবার মৃত প্রধান শিক্ষকের বাড়িতে যান সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও বিধায়ক সউমিক হোসেন
নিজস্ব প্রতিনিধিঃ ‘স্বামীর জন্যে ন্যায় বিচার চাইছি। পার্টি কোনও বিষয় নয়। যেই করুক না কেন, বিচার চাই’। বক্তব্য মুর্শিদাবাদের রানীনগরে Raninagar মৃত প্রধান শিক্ষক ঊজ্বল সিংহরায়ের স্ত্রী পলি সিংহরায়ের। শুক্রবার শিক্ষক দিবসে তাঁর বাড়িতে গেলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। যান রানীনগরের তৃণমূল বিধায়ক সউমিক হোসেন। এদিন পলিদেবী সাংবাদিকদের জানান, ওঁরা আমাকে ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন। যারা অন্যায় করেছে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি হোক। যেন ভবিষ্যতে আমার মতো কাওকে ভুগতে না হয়। এদিন তিনি জানান, পুলিসকে তথ্য দেওয়ার পরেও তিন জন স্কুল শিক্ষকের ঠিকানা পাচ্ছে না পুলিস। যাদের নামে অভিযোগ রয়েছে।
Raninagar News উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে রানিনগরের বাড়িতে বাবুলতলি খলিলুর রহমান বিদ্যানিকেতন স্কুলের BKRV School ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ওই ঘটনায় ওই প্রধান শিক্ষকের স্ত্রী অভিযোগ করেন, পরিচালন সমিতির সভাপতি সরকারি অনুদান থেকে ৩৫ লক্ষ টাকা চান। চাপ দেওয়া হয়। টাকা দিতে না পারলে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ঘটনায় সভাপতি তথা তৃণমূল নেতা আইনাল হক গ্রেফতার হন।