মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ শুরু হয়েছে পঞ্চায়েত ভোটের কাউন্টডাউন। তারই মধ্যে মুর্শিদাবাদের রানীনগরে আবারও উদ্ধার তাজা বোমা। রানীনগর পানিপিয়া এলাকায় চাষের জমির মধ্যে ঝোলা ভর্তি বোমা উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে রানীনগর থানার পুলিশ অভিযান চালায় পানিপিয়া এলাকায়। তল্লাশির সময় এলাকার মাঠের মধ্যে থেকে উদ্ধার হয় তাজা বোমা। ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ। খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াডে। পঞ্চায়েত ভোটের আগে রানীনগরে কোন দফায় দফায় বোমা উদ্ধার হচ্ছে। ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। কী কারনে বোমা মজুত করা হয়েছিল তা খতিয়ে দেখছে রানীনগর থানার পুলিশ।