রানীনগরে কংগ্রেসের যোগদান সভা চলাকালীন অতর্কিতে হামলা! অভিযোগের তীর তৃণমূলের দিকে

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, রানীনগরঃ কংগ্রেসের যোগদান সভা ও দলীয় বৈঠক চলাকালীন রানীনগরে কংগ্রেস কার্যালয়ে হামলার অভিযোগ। হামলায় জখম হন বেশ কয়েকজন কংগ্রেস কর্মী। হামলার অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ মানতে নারাজ শাসক দল। সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় রাণীনগর বাজারে কংগ্রেসের দলীয় কার্যালয়ে চলছিল সাংগঠনিক সভা ও যোগদান সভা। সেই সভা চলাকালীন কিছু দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। কার্যালয়ের পিছনে দিকে মাঠের মধ্যে বোমাও ছোঁড়া হয় বলে অভিযোগ কংগ্রেস কর্মীদের।

রানীনগরে কংগ্রেস কার্যালয়ের ছাদের উপর দুষ্কৃতিদের নিক্ষেপ করা ইঁটের ঘায়ে জখম হন কংগ্রেস কর্মীরা। এই ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় রানীনগরের সেখপাড়া এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় কংগ্রেস নেতা কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ। যদিও পুলিশের উপস্থিতিতেই হামলা চলে বলে অভিযোগ। এই হামলার ঘটনায় শাসক দলের দিকেই অভিযোগ তুলছে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। যদিও তৃণমূলের পাল্টা অভিযোগ তৃণমূলের কেউ হামলার সাথে যুক্ত নয়। এক যুব তৃণমূল নেতার উপর কংগ্রেসের লোকজন হামলা চালায়। এতেই ক্ষিপ্ত হয়ে গ্রামবাসীরা এই হামলা চালিয়েছে। ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এই ঘটনায় বেশ কয়েকজনকে আটকও করেছে।