এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

ভোটের আগেই জামিন পেলেন রানিনগর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি

Published on: September 25, 2023

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির ভোটের আগেই জামিন পেলেন পেলেন রানিনগর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলি। সোমবার কুদ্দুস আলির অন্তর্বতীকালীন জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ এদিন জামিন মঞ্জুর করেছেন।

রানিনগর ২ পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির ভোট নিয়ে আগেই কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছে কংগ্রেস। ৮ সেপ্টেম্বর কংগ্রেসের সভার পর  অশান্তি ছড়ায়  রানিনগরে । কংগ্রেস কর্মীদের সাথে পুলিশের বচসা গড়ায় থানার বাইরে ভাংচুরে। সেই ঘটনায় শুক্রবারই  রানিনগর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলিকে গ্রেফতার করেছিল পুলিশ। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তিনি।

১১ তারিখ স্থায়ী সমিতি গঠনের ভোট হওয়ার কথা থাকলেও সেই ভোটে স্থগিতাদেশ দেয় আদালত। সরকার জানায়, ভোট হবে ২৭ সেপ্টেম্বর। তার আগে কুদ্দুস আলির জামিনে কার্যত স্বস্তিতে কংগ্রেস শিবির। যদিও কংগ্রেসের ৩ পঞ্চায়েত সমিতি সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় শক্তি কমেছে কংগ্রেসের। কুদ্দুস আলির জামিনের পর কি পাল্টাবে সমীকরণ ? সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের।

 

 

 

 

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now