Raninagar Bomb রানিনগরের পানিপিয়া এলাকায় উদ্ধার ড্রাম ভর্তি বোতল বোমা। শুক্রবার সকালে এই বোমা উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর এদিন গোপন সূত্রে খবর পেয়ে পানিপিয়া এলাকায় একটি বাশ বাগানে তল্লাশি চালিয়ে একটি ড্রামে রাখা বোমা উদ্ধার হয়। ওই ড্রামে রাখা ছিল ১০টি বোতল বোমা। উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডে। ঘটনাস্থলে পাহাড়ায় রয়েছে পুলিশ। কে বা কারা কী কারণে বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
Raninagar Bomb রানিনগরে আবারও উদ্ধার ড্রাম ভর্তি বোমা
Published on: September 6, 2024













