নিজস্ব প্রতিবেদনঃ মুর্শিদাবাদ (Murshidabad) জেলার রানীনগরে (Raninagar) মাঝ নদীতে উল্টে গেল মাছ ধরার ডিঙি। নিখোঁজ এক যুবক। মাছ ধরার জাল দিয়ে নিখোঁজ যুবকের খোঁজ শুরু হয়। পরে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম গণেশ মণ্ডল (৩৫)। ঘটনাস্থল মোহনগঞ্জ ঘোষ ঘাট এলাকা। সীমান্তবর্তী পদ্মা নদীতে মাছ ধরার সময় আচমকা একটি ডিঙি উল্টে যায়। ওই ডিঙিতে মোট পাঁচজন মৎস্যজীবী (Fisherman) ছিলেন বলে জানতে পারা যাচ্ছে।
ঘটনা জানাজানি হতেই নদীর তীরে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে-সঙ্গে উদ্ধার কাজে নেমে পড়েন স্থানীয় মৎস্যজীবীরা। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছেছে রানীনগর থানার পুলিশ। তাঁর বাড়ি রাধাগোবিন্দপুর। পরিবারের সদস্যরা নদীর তীরে উপস্থিত হয়ে কান্নায় ভেঙে পড়েছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো গনেশ মন্ডল অন্যান্য মৎস্যজীবীদের সঙ্গে ডিঙিতে করে নদীতে নেমেছিলেন। মঙ্গলবার ভোর চারটের সময় মাছ ধরতে বাড়ি থেকে বেরিয়ে যায়। সকাল ৬ টা নাগাদ নদীতে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার সময় একজন নৌকা চালক তা দেখতে পান। তারপরেই চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। ঘটনাস্থলে পৌঁছেছে রানীনগর থানার পুলিশ। উদ্ধার কাজ শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।
Raninagar Boat Collapse ঘন্টা তিনেক পর স্থানীয় মৎস্যজীবীরা মৃত যুবকের দেহ উদ্ধার করে রানীনগর হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে রানীনগর থানার পুলিশ। উল্লেখ্য, সম্প্রতি নদীতে নৌকো উলটে রানীনগরে এক যুবকের মৃত্যু হয়। ফের এধরনের ঘটনা।