Raninagar ATM Scam: রানীনগরে এটিএম জালিয়াতিতে পুলিশের জালে ৪ যুবক

Published By: Madhyabanga News | Published On:

Raninagar ATM Scam হরিহরপাড়ার পর এবার রানীনগরে এটিএম জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার চার যুবক। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোবাইল, ল্যাপটপ, এটিএম ও প্রচুর পরিমাণে সিমকার্ড। পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে শেখপাড়া বাজার এলাকায় হানা দেয় পুলিশ। সেখানে এটিএমের পাশে বেশ কয়েকজনকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে তাদের আটক করা হয়।

তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি ল্যাপটপ, ৫টি মোবাইক, বেশ কিছু এটিএম ও বহু সিমকার্ড। পুলিশের প্রাথমিক অনুমান ধৃতরা এটিএম জালিয়াতির সাথে যুক্ত। শুক্রবার ধৃতদের ৭ দিনের পুলিশ হেফাজতে চেয়ে বহরমপুরে জেলা আদালতে পাঠান হয়। উলেখ্য কয়েক দিনা আগেই এটিএম জালিয়াতিতে ১৫ জনকে গ্রেপ্তার করে হরিহরপাড়া থানার পুলিশ। রানিনগরে ধৃতদের সাথে তাদের কোন যোগ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।