Raninagar arrest ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ! রানীনগরে পুলিশের জালে চার ডাকাত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে রাণীনগরের সিতানগর গ্রামে একটি ইটভাটা সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। সেখানে বেশ কয়েকজনকে তাড়া করে পুলিশ। ছত্রভঙ্গ হয়ে পুলিশের তাড়া খেয়ে বেশ কয়েকজন পালিয়ে গেলেও ধরা পরে চার জন। তাদের কাছ থেকে উদ্ধার হয় ধারালো অস্ত্র, রড, শাবল,লাঠি। ডাকাতির উদ্দ্যেশ্যেই তারা জড়ো হয়েছিল বলে পুলিশের দাবি। সোমবার ধৃতদের লালবাগ কোর্টে পাঠায় পুলিশ।
Raninagar arrest ডাকাতির ছক বানচাল! রানীনগরে পুলিশের জালে চার
Published By: Imagine Desk |
Published On: