Ranga Alu Facepack সামনেই আসছে বাঙালীর সব চেয়ে বড় উৎসব দুর্গা পুজো Durga Puja। যদিও আর কিছু দিনের অপেক্ষা। এখন সকলেই কম বেশি স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার নিয়ে ব্যস্ত। কেউ পার্লারে যাচ্ছেন কেউ নিয়ম করে ঘরেই করছেন রূপচর্চা। এ ক্ষেত্রে খুব তারাতারি ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করবে রাঙা আলু Sweet Potato ।
Ranga Alu Facepack রাঙা আলু কী ভাবে ত্বকে লাগাবেন?
Ranga Alu Facepack বাজারে রাঙা আলু বেশ সস্তা। প্রথমে রাঙা আলু সেদ্ধ করে নিন। এক চামচ রাঙা আলুর মধ্যে ১০-১২ ফোঁটা আমনড অয়েল আধ চা চামচ হলুদ মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই মিশ্রণ ভাল করে ত্বকে মালিশ করতে হবে ২ থেকে ৫ মিনিট। তার পর ১০ মিনিট রেখে উষ্ণ জলে মুখ ধুয়ে নিন। সপ্তাহে অন্তত ২ বার এই ফেসপ্যাক ব্যবহার করলে মুখের সব দাগছোপ উঠে যাবে। পুজোর আগেই ত্বক হয়ে উঠবে ঝলমলে।
Ranga Alu Facepack রাঙা আলুতে রয়েছে বিটা ক্যারোটিন, ভিটামিন এ এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট। তাই এটি নিয়মিত ব্যবহার করলে ত্বকের জেল্লা হবে চোখে পড়ার মতো। রাঙা আলু খাওয়া যেমন ত্বকের জন্য ভাল, তেমনই আলুর ফেসপ্যাকও তৈরি করা যায়। নিয়মিত তা মাখলে অকালে ত্বকের বুড়িয়ে যাওয়া, বলিরেখা পড়ার মতো সমস্যা যেমন কমবে, তেমনই ব্রণ-ফুস্কুড়ি বা র্যাশের মতো সমস্যা থেকেও রেহাই পাওয়া যাবে।