রামচন্দ্র বিশ্বাসঃ নওদায় একাধিকবার বিরোধী পঞ্চায়েত শিবিরে ফাটল ধরিয়েছে ঘাসফুল শিবির। সেই তালিকায় ছিল সিপিএম, কংগ্রেসের মতো বিজেপিও। একই পথে হেঁটে এবার ওই ব্লকে বামের ঘরে ফাটল ধরাল রাম। নওদার সিপিএম’এর জয়ী পঞ্চায়েত সদস্য নাম লেখালেন বিজেপিতে। ওই ব্লকের সর্বাঙ্গপুর পঞ্চায়েতের সিপিএমের পঞ্চায়েত সদস্য মিলন দাস এদিন যোগ দিলেন বিজেপিতে। তাঁর সঙ্গে ওই পঞ্চায়েত সদস্য স্বপ্না মন্ডলের স্বামী সুদীপ মন্ডলও গেরুয়া উত্তরীয় চাপিয়েছেন গলায়। স্বপ্না মন্ডলও সিপিএমের পঞ্চায়েত সদস্য। শুক্রবার দুপুরে বহরমপুরে সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি শাখারভ সরকারের বাড়িতে গিয়ে তাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন। শাখারভ বলেন, ” বিজেপির একজন সদস্যকে অন্য দলে টানলে আমরা পাল্টা দ্বিগুণ সদস্যকে টেনে নেব। এখানে যোগদান করার জন্য সকেট বোম, টাকার প্রয়োজন হয় না।”
শিবির বদলে বিজেপি শিবিরে থাকার আশ্বাস দিয়েছেন যোগদানকারীরাও। যদিও সিপিআই(এম) নেতৃত্বের দাবি, বিষয় খতিয়ে দেখছে দল। এক সদস্যকে ভুল বুঝিয়ে নেওয়া হয়ে গিয়েছে বলেও দাবি সিপিআই(এম) জেলা সম্পাদক জামির মোল্লার। তিনি বলেন, ” এখানে ভুল বুঝিয়ে দলে যোগ করিয়েছে বিজেপি। এখন না বললেও পরে ওই সদস্যই বাইরে একথা বলবে। ওরা দলত্যাগ করে নি।”