Ram Navami রামনবমীতে বহরমপুরে পথে তৃণমূল কংগ্রেস TMC , বিজেপি BJP দুই পক্ষই। তবে দলের ব্যানার নিয়ে নয়। দুই পক্ষই পথে নামল রামের নাম নিয়ে। বহরমপুর ওয়াইএমএ মাঠ থেকে শুরু হয় রাম নবমীর শোভাযাত্রা । রাম মহোৎসব উদযাপন সমিতির পক্ষ থেকে রবিবার দুপুরে এই শোভাযাত্রায় পা মেলালেন বহু মানুষ । এই মিছিল মোহনমোড়, গীর্জার মোড়, জলট্যাঙ্ক মোড়, বান্ধবপ্রেস মোড়, বড়মুড়ির ধার, ইন্দ্রপ্রস্থ, রানিবাগান হয়ে এলআইসি অফিসের পাশে ভারতমাতা মন্দিরে শেষ হয় । মিছিলে ছিলেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। ছিলেন বিজেপি নেতা শাখারভ সরকারও।
Ram Navami বহরমপুরে রাম নবমীতে পথে নামল তৃণমূল নেতা কর্মীরাও । রাম সীতা সেবক সংঘের পক্ষ থেকে বহরমপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মোল্লাগেড়ের ধার থেকে শুরু হয় শোভাযাত্রা। রবিবার বিকেলে রাম নবমীর শোভযাত্রায় পা মেলান তৃণমূল নেতা কর্মীরা। মিছিলের ব্যানারে ছিল বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জির ছবিও।