রবিবাসরীয় সন্ধ্যায় শহর বহরমপুরে চাঁদের হাট
Raktabeej 2 (2025) – টলিউডের এক ঝাঁক তারকা হাজির খোদ সংস্কৃতির শহর বহরমপুরে। শহরের প্রাণকেন্দ্র মোহন মোড় সংলগ্ন মলের সামনের রাস্তায় থিকথিকে ভিড়। সাধারণ মানুষের অধীর আগ্রহ এক ঝলক নিজেদের পছন্দের তারকাদের সামনে থেকে দেখার। অবশেষে সেই ইচ্ছে পূরণ হল সিনেপ্রেমীদের। ছবির প্রোমোশনে “রক্তবীজ ২” এর পুরো টিম হাজির বহরমপুরে। রবিবারের জমজমাটি সন্ধ্যায় বহরমপুরে হাজির অভিনেতা অঙ্কুশ হাজরা, কৌশানী মুখোপাধ্যায়, পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় থেকে প্রবীণ অভিনেতা প্রদীপ ভট্টাচার্য সাথে রক্তবীজ ২ এর পুরো টিম। নাচে গানে, জমকালো আয়োজন। ছবির গানে মাখোমাখো প্রেম, পারফর্মান্স অঙ্কুশ- কৌশানী জুটির।
Raktabeej 2 (2025) – কবে মুক্তি পাচ্ছে “রক্তবীজ ২” ?
Raktabeej 2 (2025) – আগামী ২৬ শে সেপ্টেম্বর মুক্তি পাবে রক্তবীজ ২। তার আগে ধামাকাদার প্রোমোশন হয়ে গেল শহর বহরমপুরে। বহুরূপী, কিলবিল সোসাইটির পর এবার রক্তবীজ ২ এও দর্শকদের মন জয় করতে আত্মবিশ্বাসী কৌশানী। বহুরূপীর ঝিমলির চরিত্রের পর রক্তবীজ ২ এ আয়েশার চরিত্রে দেখা যাবে কৌশানী মুখপাধ্যায়কে। খলনায়কের চরিত্রে অঙ্কুশ হাজরা।
Raktabeej 2 (2025) – টলিউডের এক ঝাঁক তারকাকে দেখতে বহরমপুরের ছিল সাধারণ মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। কেউ হাত ছুঁয়ে, কেউ সেলফি নিলেন প্রিয় তারকাদের সাথে।
Raktabeej 2 (2025) – দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে রাজনৈতিক অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র” রক্তবীজ ২”। নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত এবং জিনিয়া সেন রচিত এই ছবি। ২০২৩ সালের “রক্তবীজ” চলচ্চিত্রের সিক্যুয়েল “রক্তবীজ ২”। প্রধান চরিত্রে অভিনয় করছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, অঙ্কুশ হাজরা এবং কৌশানী মুখোপাধ্যায়। এই ছবিটি উইন্ডোজ প্রযোজনা ও পরিবেশনা করেছে এবং সঞ্জয় আগরওয়াল উপস্থাপন করেছেন।
Raktabeej 2 (2025) ২০২৫ সালের ১১ মার্চ চলচ্চিত্রটির চিত্রগ্রহণ শুরু হয়েছিল। ছবিটির কিছু ঝলক সহ একটি ঘোষণামূলক টিজার একই বছর ২৩ জুলাই প্রকাশিত হয়েছিল। অফিসিয়াল টিজার ১৪ আগস্ট প্রকাশিত হয়েছিল। ছবিটি ২৬ সেপ্টেম্বর দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পাবে।