এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Rakhi 2022: পুলিশের গলায় গান, জিয়াগঞ্জে ভবঘুরে আবাস ‘ভালোবাসা’য় ভালোবাসার খোঁজ

Published on: August 11, 2022

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ ” দুঃখ নেই কিছু সেখানে, নেই সুখ খোঁজবার কোনো দায়, প্রয়োজন নেই কারো একা বসে ভাববার, একটু বাঁচার উপায়..কেঁদো না বন্ধু আমার, গাও গান নিয়ম ভাঙার, এ গানের শেষেই আছে, ভোরের আকাশ ..” গানের এই কথাগুলো ঠিক যেন ওদের জীবনেও নিয়ে এল এক আশার আলো । বয়সের ভার চোখে মুখে স্পষ্ট। কেউ ভবঘুরে, কেউ সংসারের থেকে দূরে । ওরা প্রত্যেকেই ভালোবাসার খোঁজে । আজ রাখি বন্ধন উৎসব যেন ওদের জীবনেও নিয়ে এল নতুন দিন। গিটার হাতে একের পর এক গান গেয়ে বৃদ্ধ আবাসিকদের সাথে দিনটি অন্যভাবে কাটালেন লালবাগ এর এসডিপিও বিক্রম প্রসাদ ও জিয়াগঞ্জ থানার পুলিশ কর্মীরা । পরিবারের একজন হয়ে উঠলেন সকলেই । বললেন, আজ কোন দুঃখ বেদনা নয় । শুধুই আনন্দ আর হাসি মজা ভাগ করার দিন । জিয়াগঞ্জ এর ভবঘুরে সেন্টার ‘ ভালোবাসা ‘ য় একেবারেই অন্য ছবি উঠে এল আজ । একে অপরকে রাখি পরিয়ে শুভেচ্ছা জানিয়ে , মিষ্টি মুখ করলেন প্রত্যেকেই। মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে অভিনব এই উদ্যোগ মন জয় করল বৃদ্ধ আবাসিকদের। তাদের কথা ভেবে এক আয়োজন যা মন ছুঁয়ে গিয়েছে আবাসিকদের। বিশেষ এই দিনে আবাসিকদের পাশে থেকে তাদের সাথে কিছুটা সময় কাটিয়ে, আনন্দ ভাগ করে নিতে পেরে অত্যন্ত খুশি খোদ এসডিপিও শেষে গাইলেন ‘ আহা কি আনন্দ আকাশে বাতাসে ‘ ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now