নিজস্ব সংবাদদাতা, জঙ্গিপুরঃ মুর্শিদাবাদে জঙ্গিপুরে আদালত পরিদর্শনে এলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। জঙ্গিপুর মহকুমা আদালতের পরিকাঠামো, পরিবেশ খতিয়ে দেখেন তিনি। এদিন সকালে জঙ্গিপুরে পৌঁছান বিচারপতি । ঘুরে দেখেন জঙ্গিপুর আদালতের অফিস ও আদালত চত্বর । সাথে ছিলেন প্রশাসনের কর্তারাও। মুর্শিদাবাদের জোনাল জাজ হিসেবে দায়িত্ব পেয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। সেই সূত্রেই এদিনের সরফর বলে জানা গিয়েছে। এদিন পরিদর্শনে বিচারপতি রাজশেখর মান্থার সাথেই ছিলেন জেলা প্রশাসনের আধিকারিকরাও।