এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Railways News মালদা ডিভিসনে একাধিক ট্রেনের সময় পরিবর্তন! জেনে নিন সময়সূচী

Published on: November 13, 2025
Railways News

Railways News রেলযাত্রীদের জন্য বড় খবর। নভেম্বরের শেষ ভাগ থেকে ডিসেম্বরের শুরু পর্যন্ত রেলযাত্রীদের জন্য বড় খবর। পূর্ব রেলওয়ে( Eastern Railway)  জানিয়েছে, মালদা ডিভিসনে ট্র্যাক রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের কারণে একাধিক দিনে ট্রেন চলাচলের সময়সূচীতে বড়সড় পরিবর্তন আনা হয়েছে। ইতিমধ্যেই রেল কর্তৃপক্ষ এই বিষয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে।

আরও পড়ুন- Berhampore Railway Station Phone Number বহরমপুর রেলস্টেশন ফোন নম্বর

Railways News পূর্ব রেলওয়ে সূত্রে জানা গেছে, মালদা ডিভিসনের নিউ ফরাক্কা–আজিমগঞ্জ শাখায় সুজনিপাড়া ও জঙ্গীপুর রোড স্টেশনের মধ্যে আপ লাইনে ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্য মোট ১১ দিনের ব্লক নেওয়া হবে। এই ব্লক কার্যকর থাকবে — নভেম্বরের ১৫, ২২, ২৯ ও ডিসেম্বরের ৬ তারিখে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। নভেম্বরের ১৭, ২০, ২৪, ২৭ ও ডিসেম্বরের ১, ৪ ও ৮ তারিখে দুপুর ১.৩০ থেকে বিকেল ৫.৩০ পর্যন্ত। এই সময়ে ট্রেন চলাচলে পরিবর্তন এনেছে পূর্ব রেলওয়ে। ফলে ভোগান্তি এড়াতে আগেভাগে জেনে নিন পরিবর্তিত সময়সূচী।

Railways News নভেম্বরের ১৭, ২০, ২৪, ২৭ এবং ডিসেম্বরের ১, ৪ ও ৮ তারিখে ৫৩০৫৩ আপ কাটোয়া–নিমতিতা প্যাসেঞ্জার ট্রেনটি কাটোয়া থেকে ৯০ মিনিট পরে ছাড়বে। একই দিনে ৫৩০২৭ আপ আজিমগঞ্জ–মালদা টাউন প্যাসেঞ্জার ট্রেনটি আজিমগঞ্জ থেকে ৩০ মিনিট পরে ছাড়বে।

আরও পড়ুন- Murshidabad Child Marriage: বাল্য বিবাহ মোছেনি, বন্ধ ৯২৯টি বিয়ে

Railways News এছাড়া নভেম্বরের ১৫, ২০, ২২ ও ডিসেম্বরের ৬ তারিখে ৫৩০৫৩ আপ কাটোয়া–নিমতিতা প্যাসেঞ্জার ট্রেনটি কাটোয়া থেকে ৩০ মিনিট বিলম্বে ছাড়বে।

Railways News পূর্ব রেল জানিয়েছে, এই পরিবর্তনগুলি শুধুমাত্র ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন সময়ের জন্য অস্থায়ী। যাত্রীদের অনুরোধ করা হয়েছে যাত্রার আগে রেলের অফিসিয়াল ওয়েবসাইট বা নিকটস্থ স্টেশন থেকে সময়সূচী যাচাই করে নিতে, যাতে অপ্রয়োজনীয় অসুবিধা না হয়। রেলের এই রক্ষণাবেক্ষণমূলক কাজ শেষ হলে স্বাভাবিক সময়সূচী অনুযায়ী ট্রেন চলাচল পুনরায় শুরু হবে বলে জানিয়েছে পূর্ব রেল।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now